বিদ্যুৎ চুরি, লোডশেডিং এবং মৃত্যু ফাঁদ
জামালপুর শহরে বিদ্যুৎ সেবা প্রদান করছে পিডিবি (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড)। তবে, সেবার আড়ালে নানা অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগের শেষ নেই। এসব সমস্যা জাতীয় পর্যায়ে বহুল আলোচিত বিষয় হলেও স্থানীয় বিদ্যুৎ গ্রাহকরা নিয়তির আখ্যা দিয়ে পরিস্থিতি মেনে নিতে বাধ্য হয়েছেন।
শহরের চারপাশের সীমান্তজুড়ে বিদ্যুৎ চুরির নানা চিত্র প্রকাশ্যে দেখা যাচ্ছে। পৌর এলাকার জন্য বরাদ্দকৃত পিডিবির বিদ্যুৎ চুরি হয়ে গ্রাম ও চরাঞ্চলে মাইলের পর মাইল ছড়িয়ে পড়ছে। বিদ্যুৎ চোরদের দৌরাত্ম্য দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে, যা বন্ধ করার কোনো কার্যকর উদ্যোগ নেই। পিডিবির সংঘবদ্ধ বিদ্যুৎ চোর চক্র তৎপর থাকলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
বিদ্যুৎ চোরদের মনোভাব এমন যে, তারা যেন কোনো অপরাধ করছে না, বরং বৈধ ব্যবসার মতো বিদ্যুৎ বন্টন করছে। তাদের শারীরিক অঙ্গভঙ্গি এবং কথাবার্তায় মনে হয়, তারা বিদ্যুৎ চোর নয়, বরং বিদ্যুৎ ব্যবসায়ী।
এখন সময়ের অভাবে বিদ্যুৎ চুরির ঘটনা সংক্ষেপে তুলে ধরলাম। বিস্তারিত রাতে ফ্রি হয়ে লিখবো। সবাইকে রমজানুল মোবারক।