বিদেশ পাঠানোর কথা বলে ৩ কোটি টাকা নিয়ে উধাও
রাজশাহীর গোদাগাড়ীতে এক দম্পতির বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিদেশে পাঠানো ও চাকরি দেওয়ার নাম করে এলাকাবাসীর কাছ থেকে এই অর্থ হাতিয়ে নিয়ে উধাও হয়েছেন মনিরুজ্জামান ও তার স্ত্রী সুকতারা বেগম। প্রতারণার শিকার ৩৫ জন নারী ও পুরুষ এই ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।
মনিরুজ্জামান ও সুকতারা বেগম বাসুদেবপুর হাইকেয়ার মোড় এলাকায় একটি তৈরি পোশাকের দোকান পরিচালনার মাধ্যমে এলাকার মানুষের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। পরে উদ্যোক্তা তৈরি, স্বল্প সুদে ব্যাংক ঋণ, বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা, কাঁথা সেলাই প্রশিক্ষণসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা এলাকার মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন।
প্রতারণার অংশ হিসেবে কিছু মানুষকে প্রাথমিকভাবে লাভের অংশ দিয়ে বিশ্বাস অর্জন করেন। পাশাপাশি এনজিও ঋণের ব্যবস্থা করে ঋণের অর্থ নিজেদের কাছে রেখে দেন। প্রতিশ্রুতি দেওয়া হয় যে ঋণের কিস্তি তারা পরিশোধ করবেন এবং ঋণগ্রহীতারা মাসে মাসে লাভ পাবেন।
প্রতারণার বিষয়টি টের পেয়ে ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে নানা কৌশলে সময়ক্ষেপণ করা হয়। ৫ আগস্ট রাতে হঠাৎ করে মনিরুজ্জামান ও সুকতারা বেগম এলাকা থেকে পালিয়ে যান। তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগের সব পথ বন্ধ হয়ে যায়।
ভুক্তভোগীদের একজন, শারমিন খাতুন, অভিযোগ করেন যে মনিরুজ্জামান ও সুকতারা দম্পতি প্রায় ৩৫ জনকে সর্বস্বান্ত করেছেন। তারা গাজীপুরের কালিয়াকৈরে তাদের সন্ধান পেলেও টাকা উদ্ধার করতে ব্যর্থ হন। উল্টো হুমকি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মামলা করার।
এ বিষয়ে ভুক্তভোগীরা গোদাগাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এখনো পর্যন্ত প্রতারক দম্পতিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ভুক্তভোগীরা প্রতারক দম্পতিকে দ্রুত গ্রেপ্তার করে তাদের কাছ থেকে আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।
মনিরুজ্জামান ও সুকতারা বেগমের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।