বিদেশি মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি সরাতে বলল সরকার
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশের একাধিক মিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কূটনৈতিক সূত্র জানায়, এ নির্দেশ কোনো লিখিত চিঠি বা ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়নি। বরং টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয়েছে। এরপর তাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্যান্য মিশনগুলোতেও খবরটি পৌঁছে দেওয়ার।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রাষ্ট্রদূত/হাইকমিশনারদের অফিস, বাসভবনসহ সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়টি তদারকি করতেও বলা হয়েছে।
দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, এখনো সবাই আনুষ্ঠানিকভাবে নির্দেশ পাননি। তবে অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন যে তারা ঢাকা থেকে এ ধরনের বার্তা পেয়েছেন।
বিদেশে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমাদের ফোনে জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। এটি লিখিতভাবে আসেনি, তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি অন্য মিশনগুলোতেও জানানো এবং বাস্তবায়ন তদারকি করার।”
আরেকজন কূটনীতিক জানান, তাদের কাছে বার্তাটি এসেছে নিকটবর্তী আরেকটি মিশনের মাধ্যমে।
ফলে স্পষ্ট হয়েছে যে, বিষয়টি নিয়ে এখনো কোনো লিখিত নির্দেশনা জারি হয়নি। তবে টেলিফোনের মাধ্যমে ধাপে ধাপে সব মিশনকে অবহিত করা হচ্ছে।