বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করলো বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া এই নির্মাণ কাজ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
আজ বুধবার বেলা আড়াইটার দিকে চৌকা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, “বিজিবির সঙ্গে কোনো সমঝোতা ছাড়াই বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করায় এই সমস্যা তৈরি হয়েছে।” পতাকা বৈঠকে বিএসএফের ১৩৯ ব্যাটালিয়ন কমান্ডার উপস্থিত ছিলেন এবং বৈঠকে সিদ্ধান্ত হয় যে, কোনো ধরনের সমঝোতা না হওয়া পর্যন্ত কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ থাকবে।
একই দিন বিকেলে সোনা মসজিদ সীমান্তের বিপরীতে সেক্টর কমান্ডার পর্যায়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ জানুয়ারি বিকেলে সীমান্ত পিলার ১৭৭/২-এস থেকে আনুমানিক ১০০ গজ ভারতের ভেতরে চৌকা মাঠ এলাকার জিআর নম্বর ০৪৭৩৭২ এমএস ৭৮ ডি/২ এলাকায় বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য মাটি খনন শুরু করে। ওই সময় বিজিবির চৌকা সীমান্তের টহল দল পতাকা বৈঠক করে বিএসএফের কাজ বন্ধ করে দেয়। এরপর, বিএসএফ আবারো মাটি খনন শুরু করে, কিন্তু বিজিবি তাদের বাধা দেয়। তবে, স্থানীয় লোকজনের সহায়তায় বিএসএফ নির্মাণকাজ আবার শুরু করে এবং অতিরিক্ত জনবল নিয়োগ করে কাজটি সম্পন্ন করার চেষ্টা করে।
এই পরিস্থিতি নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা চলছে, তবে পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের আশাবাদ প্রকাশ করা হচ্ছে।