বিজিবির অভিযানে সাড়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় গরু আটক
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (০২ এপ্রিল) রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধীনে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সীমান্ত পিলার ১২৩১/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ০৪টি ভারতীয় গরু আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ২০ হাজার টাকা। এছাড়া, ভোর রাতে পেকপাড়া বিওপি সীমান্ত পিলার ১২২৯/৪-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোকামছড়া এলাকায় অভিযান চালিয়ে ০৩টি ভারতীয় গরু আটক করা হয়, যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা।
এই দুই অভিযানে মোট ৭টি ভারতীয় গরু আটক করা হয়েছে, যার মোট মূল্য প্রায় ৫ লক্ষ ৬০ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, ‘‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।’’ তিনি আরও জানান, আটককৃত ভারতীয় গরুগুলিকে শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।