বিজিবির অভিযানে অর্ধ কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ
সুনামগঞ্জের সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৫৫ লক্ষ ৫১ হাজার ৫৬০ টাকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাত সাতটার দিকে চিলাউড়া বিওপির অধীনস্থ ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালাইগাঁও থেকে ২৫,১৬০ পিস ভারতীয় ওষুধ জব্দ করা হয়। এছাড়াও বালিয়াঘাটা, ডলুরা, পেকপাড়া, চিনাকান্দি এবং টেকেরঘাট বিওপির মাধ্যমে চেংবিল, শিল ডোয়ার, লালঘাট, মোকামছড়া এবং বড়ছড়া এলাকায় মঙ্গলবার ভোর রাতে বিজিবি অভিযান পরিচালনা করে।
অভিযানে চিনি, ফুসকা, গরু, কয়লা, মেহেদী এবং মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। আটককৃত এসব পণ্যের মোট মূল্য আনুমানিক ৫৫ লক্ষ ৫১ হাজার ৫৬০ টাকা।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা মেনে সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়।”
তিনি আরও জানান, আটককৃত এসব মালামাল জেলা শুল্ক কার্যালয়ে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।