বিজয় টিভির সাংবাদিক মাসুককে হত্যার হুমকি, থানায় জিডি
হবিগঞ্জে বিজয় টিভির জেলা প্রতিনিধি ইলিয়াস আলী মাসুককে গত দুই দিন ধরে অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক ইলিয়াস আলী মাসুক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগে জানা গেছে, সাংবাদিক ইলিয়াস আলী মাসুককে গত সোমবার ১১ নভেম্বর সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে অজ্ঞাত নামা মোবাইল নাম্বার 01309-715737 ও 01302-186439 থেকে হুমকি দেয়া হয়। এরপর বিভিন্ন সময় একাধিকবার ফোন করে হত্যার হুমকি ও ভয় দেখানোর চেষ্টা করা হয়। এসব হুমকির পরিপ্রেক্ষিতে সাংবাদিক নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তার পেশাগত কাজকর্মে বিঘ্ন সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন।
এই ঘটনার পর সাংবাদিক ইলিয়াস আলী মাসুক থানায় গিয়ে হুমকি দেওয়ার বিষয়টি লিখিতভাবে জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যাতে তদন্ত করা হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে এবং হুমকি দেওয়া ব্যক্তি বা গোষ্ঠী শনাক্ত করার চেষ্টা করছে।
এই ধরনের ঘটনা সাংবাদিকদের জন্য একটি গুরুতর হুমকি এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর আঘাত হতে পারে, এজন্য এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।