বিচারপতি খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিএনপির
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের মাধ্যমে খায়রুল হক দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আজ তাকে আটক করায় সরকারকে ধন্যবাদ জানাই। তবে আমরা চাই, সঠিক তদন্তের মাধ্যমে তার উপযুক্ত বিচার হোক।”
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, “তিনি দেশের একটি বড় পদে থেকে রাষ্ট্রের ভাগ্য নির্ধারণের দায়িত্ব পালন করতে গিয়েও জনগণের সঙ্গে ও রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন। তার রায়ের ফলে দেশে রাজনৈতিক সংকট ও সংঘাতের ভিত্তি তৈরি হয়।”
বিএনপি মহাসচিব বলেন, “তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ বিচারকের আসনে বসে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে।”