বিএল কলেজে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা
খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা কলেজের খেলার মাঠের পাশে স্থাপিত এই ম্যুরালটি গুঁড়িয়ে দেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন, যেমন “আমার সোনার বাংলায় মুজিববাদের ঠাঁই নাই”, “জ্বালো জ্বালো আগুন জ্বালো”, “আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “মুজিববাদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও” ইত্যাদি।
এক শিক্ষার্থী বলেন, দেশে ফ্যাসিবাদীদের যা কিছু আছে সব ভেঙে দেওয়া উচিত, যাতে পরবর্তীতে কেউ ফ্যাসিবাদী আচরণ করতে ভয় পায়। তাই সারা দেশের মতো খুলনার বিএল কলেজেও শেখ মুজিবের ম্যুরাল বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে।
এর আগে বুধবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালও বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এছাড়া, একই রাতে খুলনার ‘শেখ বাড়ি’ নামে পরিচিত একটি স্থাপনাও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
এ ধরনের ঘটনা দেশের বিভিন্ন স্থানে ঘটছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।