বিএনপি ও তারেক রহমান সম্পর্কে মিথ্যা কুৎসা রটনার প্রতিবাদে দিনাজপুরে সংবাদ সম্মেলন
২২ মার্চ শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ হিন্দু কল্যাণ ফ্রন্টের দিনাজপুর জেলা শাখা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক শ্রী উত্তম রায়। তিনি বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা জানান।
শ্রী উত্তম রায় তার বক্তব্যে বলেন, দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের অধীনস্থ গুঞ্জাবাড়ী এলাকার রঘুনাথ জিউ মন্দিরে একটি গোষ্ঠী বাসন্তী পূজার আয়োজন করে, যা সম্পূর্ণ অনুমোদনবিহীন। রাজদেবোত্তর এস্টেটের অনুমতি ছাড়া এমন আয়োজন করা আইনবিরুদ্ধ এবং এতে স্থানীয় দুর্গামন্দির কমিটির সঙ্গে মতবিরোধ সৃষ্টি হয়।
তিনি আরও জানান, প্রশাসনের নির্দেশে ১৯ মার্চ বুধবার দুপুরে বাসন্তী পূজার জন্য নির্মিত প্যান্ডেল খুলে দেওয়া হয়। এরপর চয়ন সরকার নামে এক ব্যক্তি উত্তেজনা সৃষ্টি করেন, যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। পরে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শ্রী উত্তম রায় অভিযোগ করেন, ২০ মার্চ বৃহস্পতিবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে চয়ন সরকারসহ কয়েকজন তাকে এবং বিএনপিকে জড়িয়ে মিথ্যা অভিযোগ তোলেন। তারা দাবি করেন, তিনি বিএনপি ও তারেক রহমানের নাম ব্যবহার করে হিন্দু সম্প্রদায়ের মানুষকে ভয়ভীতি দেখিয়েছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, “আমি এসব ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। চয়ন সরকার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সুবিধাভোগী ব্যক্তি, যিনি বিএনপির সুনাম ক্ষুণ্ন করতে মিথ্যা কুৎসা রটাচ্ছেন এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন।”
তিনি স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং অপপ্রচার বন্ধ করতে চয়ন সরকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।