বিএনপির নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে দেশব্যাপী সমাবেশ পরিকল্পনা
বিএনপি বর্তমান পরিস্থিতিতে নির্বাচনি রোডম্যাপের দাবি আরও জোরালো করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ‘ষড়যন্ত্র’ প্রতিহত করতে দশটি সাংগঠনিক বিভাগে বড় সমাবেশ আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। দলটির নেতারা আশা করছেন, এসব সমাবেশ আগামী মাস থেকেই শুরু হতে পারে।
এ লক্ষ্যে শিগগিরই সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে সমাবেশের তারিখ নির্ধারণ ও সফলভাবে আয়োজনের জন্য টিম গঠন করা হবে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সভাপতিত্ব করেন।
বিভাগীয় পর্যায়ের এই সমাবেশগুলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, কুমিল্লা এবং ফরিদপুরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া নির্বাচনী ইস্যু এবং জাতীয় ঐকমত্য গঠনের ক্ষেত্রে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির সম্পর্ক যাতে সুদৃঢ় থাকে, সে বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন নেতারা।