বিএনপির ঘোষিত ৩১ দফা রাজনীতির মহাকাব্য: সালাউদ্দিন আহমদ
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা রাজনীতির এক অনন্য মহাকাব্য। এই দফাগুলোর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার পথ দেখানো হয়েছে। তিনি বলেন, “এই ৩১ দফা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি একটি জাতীয় রূপকল্প। এই চিন্তা ও দর্শনকে দেশের প্রতিটি মানুষ পর্যন্ত পৌঁছে দিতে হবে। দলের প্রতিটি নেতা-কর্মী ও তরুণই হবেন এই ৩১ দফার অ্যাম্বাসেডর।”
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে “শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা” শীর্ষক খুলনা-বরিশাল বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
সালাউদ্দিন আহমদ বলেন, “আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস। তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে সংবিধানিক ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ধ্বংস করেছে। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচন ছিল প্রহসন, যার মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। শেখ হাসিনার শাসন ছিল এক অবৈধ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা।”
তিনি আরও বলেন, “জনতার রক্তের যে প্রত্যাশা, তা পূরণে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তুলে আমাদের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে প্রতিষ্ঠা করতে হবে।”
সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বিডিজবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর, রাজনৈতিক বিশ্লেষক ও ডিডব্লিউ একাডেমির প্রভাষক ড. মারুফ মল্লিক, চিন্তক ও সম্পাদক রেজাউল করিম রনি, চিকিৎসক ডা. সায়েম মোহাম্মদ, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার অধ্যাপক ড. শামীমা সুলতানা, ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সহযোগী অধ্যাপক ড. তৌফিক জোয়াদ্দার।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান প্রমুখ।
সেমিনারের আলোচকরা বলেন, তরুণদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে হবে। মাতৃভাষার পাশাপাশি অন্তত ২-৩টি বিদেশি ভাষা শেখা প্রয়োজন। তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ইন্টারনেট ব্যয় হ্রাস এবং শিক্ষাকে যুগোপযোগী করতে হবে।
দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৭ মে) বিকেল ৩টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে বিভাগীয় সমাবেশ, যার শিরোনাম “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ”। শুরুতে এই সমাবেশটি শিববাড়ি মোড়ের জিয়াহল চত্বরে আয়োজনের পরিকল্পনা থাকলেও, নাগরিক দুর্ভোগ ও লোকসমাগম বিবেচনায় স্থান পরিবর্তন করা হয়েছে।