বিএনপিতে যোগ দিলেন সাবেক সচিব আব্দুল বারী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি-তে যোগ দিয়েছেন সাবেক সচিব ও ঢাকার বিভাগীয় কমিশনার আব্দুল বারী।
সোমবার (২১ জুলাই) সকালে রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এবং বিএনপি নেত্রী ব্যারিস্টার পুতুল।
জয়পুরহাট জেলার কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর অঞ্চলের বাসিন্দারা সাবেক এই শীর্ষ প্রশাসনিক কর্মকর্তার বিএনপিতে যোগদানের খবরকে স্বাগত জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তারা জানান, “আব্দুল বারী একজন সৎ, নিষ্ঠাবান ও দক্ষ কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন সরকারি দায়িত্ব পালন করেছেন। আমরা বিশ্বাস করি, বিএনপিতে যোগদানের মাধ্যমে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”