বাহুবলে আকিজ কোম্পানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪
হবিগঞ্জের বাহুবলে আকিজ বেভারেজ কোম্পানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার ডুবাঐ বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন প্রকৌশলী রিয়াজ, শ্রমিক মাহফুজ, মিজান এবং গাজী।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম। তিনি জানান, সকালে আকিজ কোম্পানীতে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রকৌশলী রিয়াজ ও শ্রমিক মাহফুজ প্রাণ হারান। আহত অবস্থায় মিজান ও গাজীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে তারা মারা যান।
নিহতদের মরদেহ বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।