বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে চেয়ারম্যানের ভাইসহ ৭ জুয়ারি গ্রেফতার
হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে জুয়ার বোর্ড থেকে সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদারের ভাইসহ ৭ জনকে আটক করেছে সেনা সদস্যরা। মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় অভিযোগের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে বানিয়াচং উপজেলার উত্তর পূর্ব ইউনিয়নের মীর মহল্লায় গাঁজা ব্যবসায়ী ইমদাদুল মিয়ার বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। তবে বাড়ি তল্লাশিতে মাদক উদ্ধার না হলেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে অনুতপ্ত হওয়ার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়।
রাত ৩টার দিকে বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা মহল্লায় কুখ্যাত জুয়ার বোর্ডে অভিযান চালানো হয়। এখানে আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদারের ভাই আলী হায়দার তালুকদার (৭২), স্থানীয় ব্যবসায়ী সুমন মিয়া (৪৫), আফুজ মিয়া (৫২), মুতাব্বির মিয়া (৫০), নবীউল (৫৩), মহন মিয়া (৩৫) ও আশিক মিয়া (৪৫)–কে গ্রেফতার করা হয়।
অভিযানে একটি মোটরসাইকেল, নগদ ১১ হাজার ২৭০ টাকা, ৭টি মোবাইল ফোন এবং ১০ প্যাকেট আমেরিকান কার্ডসহ জুয়ার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযান শেষে ভোর সাড়ে ৪টার দিকে সেনাবাহিনী আটকৃতদের বানিয়াচং থানায় সোপর্দ করে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।”