নয় ছাত্রজনতা হত্যাকাণ্ড
বানিয়াচংয়ের সাবেক ওসি দেলোয়ার হোসেন গ্রেফতার
বানিয়াচংয়ে গত বছরের ৫ আগস্ট নয় ছাত্রজনতার হত্যার মামলায় তৎকালীন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেনকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেন সাবেক নাইন মার্ডার মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (ওসি) মো: আবু হানিফ।
তদন্তকর্মীর তথ্য অনুযায়ী, ১৩ আগস্ট (বুধবার) রংপুর জেলা ডিবি পুলিশের রেঞ্জ অফিস থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ওসিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তরের প্রস্তুতি চলছে। দেলোয়ার হোসেন ৫ আগস্ট পর্যন্ত বানিয়াচং থানায় কর্মরত ছিলেন।
পূর্বঘটনার বিবরণে জানা গেছে, ওইদিন বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাগরদিঘীর পশ্চিমপাড় ঈদগাহ মাঠ থেকে একটি মিছিল বের করে। মিছিলটি গ্যানিংগঞ্জ প্রদক্ষিণ শেষে বড়বাজার শহীদ মিনারে সমবেত হয়। পরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।
ঘটনাস্থলে চারজনসহ মোট নয়জন নিহত হন। নিহতদের মধ্যে একজন সাংবাদিকও ছিল, যাকে বিক্ষুব্ধ জনতা পিটিয়ে হত্যা করে। এছাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সন্তোষ চৌধুরী দাসকে সেনাবাহিনী উদ্ধারকালে বিক্ষুব্ধ জনতা হত্যা করে। পরদিন ৬ আগস্ট গুলিবিদ্ধ আনাস সিলেট হাসপাতালে মারা যান।
এই ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে এবং থানার ক্ষতি, অস্ত্র-গুলাবারুদ লুটপাট ও এসআই সন্তোষ হত্যার বিষয়ে আলাদা দুটি মামলা করা হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধিদল বানিয়াচং এলাকায় এসে পৃথকভাবে ৩০ জনের বেশি সাক্ষ্যগ্রহণ করেন।