বাঘায় শীতবস্ত্র বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার
বাঘা উপজেলার প্রশাসন জনসেবা ও জনগণের পাশে থাকার বার্তা দিয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। সরকারি নির্দেশনার ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি এবং উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তর প্রধানদের সমন্বয়ে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, “আমাদের কাজ শুধু কথায় সীমাবদ্ধ নয়, কাজের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে চাই।” তিনি জানান, শীতবস্ত্র (কম্বল) বিশেষভাবে নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত, তৃতীয় লিঙ্গ, এতিমখানা, বৃদ্ধাশ্রম, মাদ্রাসা এবং গুচ্ছগ্রামে বসবাসরত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। এছাড়া ফুটপাত ও পথে চলতে থাকা শীতার্ত মানুষের জন্যও শীতবস্ত্র সরবরাহ করা হচ্ছে।
জানা গেছে, সরকারি বরাদ্দে কেনা শীতবস্ত্র উপজেলার সাতটি ইউনিয়নে বিতরণ করা হচ্ছে। প্রতি ইউনিয়নে সাড়ে ৪ শত পিস করে কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার এবং প্রশাসনিক কর্মকর্তারা সময় ও সুযোগ অনুযায়ী শীতবস্ত্র বিতরণ করছেন, যাতে শীতার্তরা সময়মতো তাদের প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন।
৭ জানুয়ারি, উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, “শুধু শীতবস্ত্র বিতরণ নয়, আমি চাই আমাদের প্রতিটি দপ্তর জনগণের আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত হোক। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”
শীতবস্ত্র (কম্বল) পেয়ে খুশি সরেরহাট কল্যাণী শিশু সদন ও বৃদ্ধাশ্রমের খাদিজা বেওয়া বলেন, “আমরা খুব কৃতজ্ঞ, উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের কর্মকর্তারা আমাদের শীতবস্ত্র দিয়ে সাহায্য করেছেন।”
এদিকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহমুদুল হাসান জানিয়েছেন, সরকারি বরাদ্দ অনুযায়ী প্রতি ইউনিয়নে সাড়ে ৪ শত পিস কম্বল বিতরণ করা হচ্ছে এবং এই বিতরণ চলমান থাকবে।