বাঘায় অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে ভাসমান এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। বাঘা উপজেলার চকরাজাপুর খেয়াখাটের পাশে পাওয়া এ মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। কালো-সাদা রঙের পরিধেয় পোশাক পরা ওই নারীর বয়স আনুমানিক ৪২ বছর বলে ধারণা করা হচ্ছে।
বাঘা থানা পুলিশের সহযোগিতায় চারঘাট ফাঁড়ির নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহটি প্রায় ৪ ফুট উচ্চতার এবং দীর্ঘসময় পানিতে থাকার কারণে কিছুটা বিকৃত হয়ে গেছে। শনিবার বিকেল ৩টা পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
চারঘাট নৌ পুলিশের ফাঁড়ি ইনচার্জ (দায়িত্বপ্রাপ্ত) এসআই মুনসুর রহমান জানান, বাঘা থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরবর্তী সময়ে একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা দায়ের করে মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়। তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান জানান, চারঘাট নৌ পুলিশ বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করেছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।