বাগেরহাট-৩ আসন পুনর্বহালের দাবিতে জেলাজুড়ে হরতাল ও অবরোধ
সিইসি কর্তৃক বাগেরহাট-৩ আসন বিলুপ্ত করে বিভাজনের প্রতিবাদে জেলায় চলছে সর্বাত্মক হরতাল ও অবরোধ। রোববার (২৪ আগস্ট) ভোর ৫টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত। বাগেরহাট সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে এ কর্মসূচি পালিত হচ্ছে।
সকাল থেকে রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়ক ঘুরে দেখা গেছে, সড়ক ও নৌপথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ইপিজেড, শিল্প কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, খেয়া ও ফেরি পারাপারও বন্ধ রাখা হয়েছে। বন্দর জেটির কার্যক্রম ও পণ্য পরিবহনও বন্ধ থাকায় কার্যত অচল হয়ে পড়েছে গোটা জেলা।
বাগেরহাট-৩ আসন পুনর্বহালের দাবিতে জেলার কাটাখালী, নওয়াপাড়া, দিগরাজ, সাইনবোর্ড, মোল্লাহাট ও ফকিরহাটসহ বিভিন্ন স্থানে জনতা টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দিয়েছেন। ভোর থেকে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাস্তায় অবস্থান নিয়ে অবরোধ সফল করতে সক্রিয় রয়েছেন।
অবরোধ কর্মসূচিতে অংশ নেন রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক শেখ ফিরোজ কবির, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, যুবদল, কৃষক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতারা।
এছাড়া জামায়াতে ইসলামী আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর অ্যাডভোকেট শেখ আ. ওয়াদুদ, জামায়াতের যুব বিভাগ, ছাত্রশিবির ও এনসিপির নেতারাও এতে অংশ নেন।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিইসি বাগেরহাট-৩ আসন পুনর্বহাল না করলে লাগাতার আন্দোলন চলবে। এমনকি প্রয়োজনে বাগেরহাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ঘোষণা দেন তারা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় অবরোধ কর্মসূচি পালিত হচ্ছিল বলে নিশ্চিত করেছেন আন্দোলনকারীরা।