বাগেরহাট মোরেলগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত
বাগেরহাটের মোরেলগঞ্জে ১২ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল, “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”। এটি প্রথমবার ২০০০ সালে পালিত হয় এবং বর্তমানে যুব সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।
উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম ইকতিয়ার উদ্দিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা আবু হানিফ, জামায়াতে আমীর শাহাদাৎ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক শেফালী আক্তার রাখি, যুব সংগঠক আবুল কালাম খান, আত্মকর্মী নাইম ও রাকিব।
অন্যান্য উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, জনস্বাস্থ্য ও প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকার এবং মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গনেশ পাল। যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, যুব সংগঠন, আত্মকর্মী, প্রশিক্ষণার্থী ও যুব উদ্যোক্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মাশরাফি আকিব যুব ও যুব মহিলাদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ এবং ৩ লক্ষ টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়।