বাগেরহাট বিআরটিএ অফিসে দুদকের অভিযান: দালালচক্রের সক্রিয়তা ও মোবাইল লেনদেনের প্রমাণ
বাগেরহাটে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অফিসে দালালচক্রের সক্রিয়তা ও গ্রাহক হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৭ মে) দুপুরে দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দুদকের সহকারী পরিচালক জানান, বিআরটিএ অফিসে সেবা নিতে আসা সাধারণ গ্রাহকরা দালালদের মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন-এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে একটি এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে গ্রাহক সেজে অফিসে প্রবেশ করে।
অভিযানের শুরুতেই দুদকের টিম দালালদের সক্রিয় উপস্থিতি শনাক্ত করে। তবে টিমের সদস্যদের উপস্থিতি টের পেয়ে দালালরা দ্রুত পালিয়ে যায়। অভিযান চলাকালে অফিসের একাধিক কর্মকর্তার মোবাইল নম্বরের বিকাশ লেনদেনে অস্বাভাবিক আর্থিক আদান-প্রদানের তথ্যও উদঘাটিত হয়।
সাইদুর রহমান বলেন, “বিআরটিএ অফিস সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বিকাশ নম্বরে গত ১৫ দিনে প্রায় ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে। এমনকি একদিনে ১০ হাজার টাকার লেনদেনেরও প্রমাণ পাওয়া গেছে। এসব লেনদেন দালালদের মাধ্যমে সেবা গ্রহণের বিপরীতে হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি।”
তিনি আরও জানান, অভিযানের সময় সংগৃহীত তথ্য ও প্রমাণের ভিত্তিতে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
দুদকের এ অভিযান সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, এ ধরনের উদ্যোগ সরকারি অফিসে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে।