বাগেরহাট বাসীর ভোগান্তি কমাতে রায়েন্দা থেকে ঢাকা আসবে বিআরটিসি বাস
রাজধানী ঢাকার সঙ্গে বাগেরহাটবাসীর যোগাযোগ সহজ করতে রায়েন্দা থেকে ঢাকা রুটে বিআরটিসি বাসসেবা শুরু করতে যাচ্ছে। বাগেরহাটের কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলুর প্রচেষ্টায় এই বাসসেবার উদ্বোধন করা হবে আগামী ৭ মার্চ।
উদ্বোধনী অনুষ্ঠানটি ৭ মার্চ, শুক্রবার বাদজুম্মা বাগেরহাটের খান জাহান আলী মাজারের সামনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মো. তাজুল ইসলাম, বিআরটিসি চেয়ারম্যান ড. অনুপ সাহা, বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডঃ মোশারেফ হোসেন মন্টু, জেলা জজ আদালতের পিপিএডঃ মনজুর মোর্শেদ লালন, বাসমালিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব।
উদ্বোধনের পর বিআরটিসি বাসটি রায়েন্দা থেকে যাত্রী নিয়ে ঢাকা পৌঁছাবে।
বিআরটিসি সূত্রে জানা গেছে, বাসটি রায়েন্দা থেকে যাত্রা শুরু করে নলবুনিয়া বটতলা, নলবুনিয়া শরনখোলা, আমড়াগাছিয়া বাসস্ট্যান্ড, পহলানবাড়ি, পল্লী মঙ্গল, কেয়ার বাজার মোড়েলগঞ্জ, বাদশারহাট, মোড়েলগঞ্জ, বড়ইখালী ফেরিঘাট (এপার), ছোলমবাড়ি ফেরিঘাট (ওপার), কালিকাবাড়ি মোড়েলগঞ্জ, মুনিগঞ্জ, চিতলমারী, ঘোনাপাড়া, পুলিশ লাইন, ভাংগা পেরিয়ে গুলিস্তান পৌঁছাবে।
স্থানীয়দের মতে, সরকারি বাস সেবা চালু হলে বেসরকারি পরিবহন কোম্পানির প্রতিযোগিতা বাড়বে, ফলে যাত্রীসেবার মান আরও উন্নত হবে।