ফিরোজ সভাপতি ও ইলিয়াস সাধারণ সম্পাদক
বাগেরহাট পৌরসভার ১নং ওয়ার্ডে বিএনপির নির্বাচন সম্পন্ন
দীর্ঘ প্রায় দেড় যুগ পর বাগেরহাট পৌরসভার গুরুত্বপূর্ণ মুনিগঞ্জ ১নং ওয়ার্ডে বিএনপির নেতা নির্বাচনের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
১৭০ জন ভোটারের মধ্যে ১৫৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে শেখ ফিরোজ আহমেদ ৭৫ ভোট পেয়ে মাত্র এক ভোটের ব্যবধানে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইকরামুল হোসেন ৭৪ ভোট পান।
সিনিয়র সহ-সভাপতি পদে শেখ রেজাউল করিম (অবঃ দারোগা) তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হন।
অন্যান্য পদে নির্বাচিত নেতৃবৃন্দ সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইলিয়াস হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ আলতাপ ও হোসেন হেলাল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।
জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম. এ. সালাম এবং যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ ভোটার হিসেবে কেন্দ্রে এসে তাদের ভোট প্রদান করেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক এসকেন্দার আলী, সদস্য সচিব জুয়েল, এডভোকেট হিরক মীনা, বেগ শামিম ও হায়াত|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, ব্যারিস্টার মোঃ জাকির হোসেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মোশারফ হোসেন মন্টু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন, বিএনপি নেতা শাহেদ আলী রবি|
নির্বাচনী আয়োজনটি শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এতে অংশগ্রহণকারীরা সংগঠনের ঐক্যবদ্ধ অগ্রযাত্রার প্রত্যাশা ব্যক্ত করেন।