ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে হোমিওপ্যাথিক চিকিৎসকদের ‘ডা.’ পদবি বাতিলের প্রতিবাদে মানববন্ধন

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::

ছবি: চেকপোস্ট

বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে “ডা.” পদবি ব্যবহারে নিষেধাজ্ঞার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, চিকিৎসক, ডিএইচএমএস ডিগ্রিধারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ গত ১৩ নভেম্বর ২০২৩ তারিখে জারি করা নির্দেশনায় আইন অনুযায়ী “হোমিওপ্যাথিক চিকিৎসক” বা Homoeopathic Doctor পদবী ব্যবহারের অনুমতি দিয়েছে। কিন্তু সম্প্রতি নতুন নির্দেশনায় হোমিও চিকিৎসকরা আর “ডা.” ব্যবহার করতে পারবেন না বলে জানানো হয়। এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা অনতিবিলম্বে এ আদেশ প্রত্যাহারের দাবি জানান।

তারা বলেন, এতে দেশের হাজার হাজার হোমিও চিকিৎসক পেশাগতভাবে হেয় হচ্ছেন এবং সাধারণ জনগণ বিভ্রান্ত হচ্ছেন। হোমিও চিকিৎসকরা দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্য খাতে অবদান রেখে চলেছেন। তাদের পদবি বাতিল হলে চিকিৎসা সেবায় নেতিবাচক প্রভাব পড়বে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ও কলেজের অধ্যক্ষ ডা. এইচ এম একরাম আলী হাওলাদার। বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ডা. খন্দকার আব্দুস সালাম, ডা. এম. আক্তারুজ্জামান, ডা. আব্দুল লতিফ, ডা. ফরিদ উদ্দিন, ডা. পার্থ প্রতীম পাল, ডা. আশোক কুমার দেবনাথসহ অনেকে।

বক্তারা আরও বলেন, “হোমিও চিকিৎসকদের ‘ডা.’ পদবি অস্বীকার করা হলে তা জনগণের আস্থার ওপরও প্রভাব ফেলবে। তাই সরকারকে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি।”

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৫২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
৫৩৮ বার পড়া হয়েছে

বাগেরহাটে হোমিওপ্যাথিক চিকিৎসকদের ‘ডা.’ পদবি বাতিলের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ১০:৫২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে “ডা.” পদবি ব্যবহারে নিষেধাজ্ঞার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, চিকিৎসক, ডিএইচএমএস ডিগ্রিধারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ গত ১৩ নভেম্বর ২০২৩ তারিখে জারি করা নির্দেশনায় আইন অনুযায়ী “হোমিওপ্যাথিক চিকিৎসক” বা Homoeopathic Doctor পদবী ব্যবহারের অনুমতি দিয়েছে। কিন্তু সম্প্রতি নতুন নির্দেশনায় হোমিও চিকিৎসকরা আর “ডা.” ব্যবহার করতে পারবেন না বলে জানানো হয়। এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা অনতিবিলম্বে এ আদেশ প্রত্যাহারের দাবি জানান।

তারা বলেন, এতে দেশের হাজার হাজার হোমিও চিকিৎসক পেশাগতভাবে হেয় হচ্ছেন এবং সাধারণ জনগণ বিভ্রান্ত হচ্ছেন। হোমিও চিকিৎসকরা দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্য খাতে অবদান রেখে চলেছেন। তাদের পদবি বাতিল হলে চিকিৎসা সেবায় নেতিবাচক প্রভাব পড়বে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ও কলেজের অধ্যক্ষ ডা. এইচ এম একরাম আলী হাওলাদার। বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ডা. খন্দকার আব্দুস সালাম, ডা. এম. আক্তারুজ্জামান, ডা. আব্দুল লতিফ, ডা. ফরিদ উদ্দিন, ডা. পার্থ প্রতীম পাল, ডা. আশোক কুমার দেবনাথসহ অনেকে।

বক্তারা আরও বলেন, “হোমিও চিকিৎসকদের ‘ডা.’ পদবি অস্বীকার করা হলে তা জনগণের আস্থার ওপরও প্রভাব ফেলবে। তাই সরকারকে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি।”