বাগেরহাটে সাংবাদিকের মৎস্য ঘের দখলের চেষ্টা, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর
বাগেরহাট প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও সাংবাদিক আলামিন খান সুমনের মৎস্য ঘের দখলের চেষ্টা চালিয়েছে একদল সন্ত্রাসী। সোমবার (১৮ মার্চ) দুপুরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের রাধাবল্লভ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সাংবাদিক আলামিন খান সুমন বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর থেকে সন্ত্রাসীরা তাকে হত্যার হুমকি দিচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্মানহানি করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, রাধাবল্লভ গ্রামে ১৭ বিঘার একটি মৎস্য ঘের দীর্ঘদিন ধরে তিনি লিজ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে, গত ৫ আগস্টের পর থেকে বাগেরহাট আলিয়া মাদ্রাসা রোড এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাকির শেখ, আরাফাত ও রাধাবল্লভ গ্রামের আয়েজ শেখ ঘেরটি দখলের চেষ্টা চালায়।
সোমবার দুপুরে জাকির, আরাফাত ও আয়েজের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ ঘেরে হামলা চালিয়ে মাছের পোনা ছাড়ার মাধ্যমে দখলের চেষ্টা চালায়। সাংবাদিক সুমন বাধা দিতে গেলে তারা তাকে মারধরের চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
সন্ত্রাসীরা পুলিশের সামনেই প্রকাশ্যে সাংবাদিক সুমনকে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে মৎস্য ঘের দখলে ব্যর্থ হয়ে তারা বাগেরহাট পাসপোর্ট অফিস সংলগ্ন তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের সাংবাদিক সমাজ।
বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ জানান, “সাংবাদিক আলামিন খান সুমনের মৎস্য ঘের দখল চেষ্টা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”