বাগেরহাটে সাংবাদিককে হুমকি, নিরাপত্তা চেয়ে রামপাল থানায় সাধারণ ডায়েরি
বাগেরহাটের রামপালে প্রেসক্লাব সভাপতি ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রতিনিধি এম এ সবুর রানাকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর-৭৩৬, তারিখ ১৬ আগস্ট ২০২৫।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতার বিষয়ে প্রাপ্ত তথ্যপ্রমাণ যাচাই করে প্রেসক্লাব রামপাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেয়। ওই পোস্টে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মহিদুল ইসলাম রনির নাম উল্লেখ করা হয় এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়।
এ ঘটনার পর থেকেই সাংবাদিক সবুর রানাকে অজ্ঞাত নম্বর থেকে একাধিকবার ফোন করা হয়। ১৬ আগস্ট সকাল ৯টা ৩১ মিনিটে ০১৭২১-৫১৪১৯৪ নম্বর থেকে তাজউদ্দীন বাদশা ওরফে বাদল নামে পরিচয়দানকারী এক ব্যক্তি ফোন করে সবুর রানার অবস্থান জানতে চান। তিনি নিজেকে মোংলা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি পরিচয় দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারেও বারবার কল দিয়ে “দালাল সাংবাদিক” বলে মন্তব্য করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, হুমকিদাতা তাজউদ্দীন বাদশা মোংলা উপজেলার বিলুপ্ত ছাত্রদল কমিটির সভাপতি ছিলেন। তার বাড়ি মোংলা উপজেলায়।
এ ঘটনার নিন্দা জানিয়েছে প্রেসক্লাব রামপাল, মানবাধিকার সংস্থা, রামপাল উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠন। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।