বাগেরহাটে রাস্তা কেটে পুকুর খননের অভিযোগে ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন
বাগেরহাটে রাস্তা কেটে পুকুর খননের অভিযোগ তুলে বড় ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আয়কর আইনজীবী শেখ মনিরুজ্জামান।
মঙ্গলবার (৬ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেখ মনিরুজ্জামান অভিযোগ করেন, “বাগেরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রেলরোড বাইপাস সড়কের পাশে আমাদের পারিবারিক এজমালি সম্পত্তিতে আমি ও আমার ভাই-বোনেরা বসবাস করছি। উক্ত জমিতে আমার একটি চারতলা ভবন রয়েছে, যেখানে সাতটি ইউনিটে মোট ২৮ জন ভাড়াটিয়া পরিবার থাকছে।”
তিনি বলেন, “আমার সেজো ভাই নূরুল আলম শাহাদাত আমাদের কাউকে না জানিয়ে চলাচলের পথ কেটে এবং ভবনের সীমানার সংলগ্ন জমিতে পুকুর খনন করছেন। এতে আমার চারতলা ভবন এবং বড় ভাইয়ের দুইতলা ভবন ঝুঁকিতে পড়েছে। পুকুর খননের কারণে আমাদের বাড়ির প্রবেশপথ পুরোপুরি কেটে যাওয়ায় অন্তত ১০টি পরিবার গৃহবন্দি হয়ে পড়েছে।”
শেখ মনিরুজ্জামান অভিযোগ করেন, “বড় ভাই শাহাদাতের এই নির্মাণ কার্যক্রম পুরোপুরি অনৈতিক ও বেআইনি। এতে আমাদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।”
তিনি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত হস্তক্ষেপ করে তার ভাইকে এই কার্যক্রম বন্ধ করতে বাধ্য করা হোক এবং তাদের বসবাস ও যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করা হোক।