বাগেরহাটে বিচার বিভাগের সাথে হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মনিটরিং কমিটির বিচারপতি মাহমুদুল হক বাগেরহাটে বিচার বিভাগের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
সোমবার (৬ মে) সকাল ১০টায় বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিচারপতি মাহমুদুল হক বিচার বিভাগের চলমান মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির বিষয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় অংশ নেওয়ার পূর্বে বিচারপতি মাহমুদুল হক বিচারপ্রার্থীদের জন্য নির্মিত ১০০০ বর্গফুট আয়তনের একটি ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন।
এতে বিশ্রামাগার, টিফিন গ্রহণের স্থান, কম্পোজ ও ফটোকপির সুবিধা, মাতৃদুগ্ধ গ্রহণ কক্ষ এবং শৌচাগার অন্তর্ভুক্ত রয়েছে। বিচারপতি বলেন, “এই ন্যায়কুঞ্জ বিচারপ্রার্থীদের জন্য একটি বড় সহায়তা হবে। এটি সঠিকভাবে ব্যবহারের পাশাপাশি এর সুফল সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন বাগেরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আশরাফুল ইসলাম।
তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর গত ৮ মাসে মামলা নিষ্পত্তির হার মামলা দায়েরের চেয়ে বেশি। লিগ্যাল এইড এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর ও মেডিয়েশন) ব্যবহারের হারও বেড়েছে। তবে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, “বর্তমানে ৮ জন বিচারকের জন্য নির্ধারিত এজলাস ও খাসকামরা না থাকায় বিচারকার্য ব্যাহত হচ্ছে। যদি এসব বিচারকের জন্য আলাদা এজলাস ও কক্ষ বরাদ্দ হয়, তবে মামলা নিষ্পত্তির হার আরও বৃদ্ধি পাবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রোজিনা আক্তার ও জাকির হোসেন খান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক, জেলা লিগ্যাল এইড অফিসার ইব্রাহিম খলিল মুহিম, আইনজীবী সমিতির আহ্বায়ক এডভোকেট মাহফুজার রহমান লাহু, পিপি এডভোকেট মাহমুদ মোরশেদ লালন, জিপি এডভোকেট মহাসিন আলী, এপিপি এডভোকেট শেখ সাজ্জাদ হোসেন, জেলা জজ আদালতের বিচারকবৃন্দ, ম্যাজিস্ট্রেটবৃন্দ, আইনজীবী ও বিচারপ্রার্থীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান।