বাগেরহাটে বিএনপি নেতা তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ৯০র ছাত্র দল ফোরামের সহ-সভাপতি ও রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক ছাত্রদল নেতা মোঃ হাফিজুর রহমান তুহিনের নামে মিথ্যা মামলার প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ৯০র ছাত্র দল ফোরাম। একই সঙ্গে সংগঠনটির অন্যতম নেতা মোঃ মিঠুর ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানানো হয়।
শুক্রবার (১৪ মার্চ) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৯০র ছাত্রদল ফোরামের সাধারণ সম্পাদক শেখ মঈন উদ্দিন আহম্মেদ মঈন। তিনি বলেন, “সৈরাচারের দোসর নজমুল বিএনপির অভ্যন্তরে অনুপ্রবেশ করে ৯০র সৈরাচারবিরোধী আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক, রামপাল উপজেলার গণমানুষের নেতা শেখ হাফিজুর রহমান তুহিনের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। এটি বিএনপিকে ধ্বংসের পাঁয়তারা মাত্র। আমরা অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
এছাড়া সংবাদ সম্মেলনে বলা হয়, ৯০র ছাত্রদল ফোরামের নেতা মোঃ মিঠুর ওপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে আহত করেছে। যাত্রাপুরের এই হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা-বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ৯০র ছাত্রদল ফোরামের সভাপতি তালুকদার শহিদুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক শরিফ মোস্তফা জামান লিটু, পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, নজরুল ইসলাম, গোলাম মোস্তফা জোমাদ্দার প্রমুখ।