বাগেরহাটে বিএনপির ভোটার তালিকায় আওয়ামী লীগ নেতাকর্মীর নাম
বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির ভোটার তালিকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম থাকায় দলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এমনকি আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিতে থাকা এক নেতা বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি পদে নির্বাচনও করেছেন। এ ঘটনায় সোমবার দুপুরে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
বিএনপি নেতারা অভিযোগ করেন, কিছু কর্মীবিহীন নেতা কৌশলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোটার করেছেন। এ বিষয়ে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম জানান, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের পদ থেকে অব্যাহতি দেওয়া হবে।
ট্যাগস :