বাগেরহাটে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন
বাগেরহাট পৌর পার্কে আসন্ন বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে জেলার সম্মিলিত ব্যবসায়ী সমিতি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শেখ মইনুল ইসলাম মোস্তফা। এসময় বক্তব্য রাখেন সদস্য সচিব মো. নজরুল ইসলাম রুনু, বাগেরহাট সোসাইটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সদস্য কাজী লিটন, আসলাম মোল্লা, খান নজরুল ইসলাম, জগলুল হায়দার জাকির, আশোক, আতিয়ার রহমান, শেখ মাহিনুর রহমান, মো. ফারুক হোসেন, মো. জাকির হোসেন, শামীম বেগ, ণিলয় ভদ্র, ফয়সাল আহমেদ ও মনিরুল ইসলাম।
মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা জানান, পৌর পার্কে বসা এই মেলার কারণে স্থানীয় ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন। মেলায় ভ্রাম্যমাণ বিক্রেতাদের আগমন ও সস্তা দামে পণ্য বিক্রির কারণে স্থায়ী দোকানগুলোর বিক্রি কমে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
বক্তারা বলেন, “প্রতি বছর এই মেলার কারণে আমাদের কোটি কোটি টাকার ক্ষতি হয়। প্রশাসনের উচিত স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করে মেলা বন্ধ করা।”
তারা আরও জানান, বগুড়ার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান “মনটু ইভেন্ট ম্যানেজমেন্ট” এই মেলার আয়োজন করেছে। দেশের চলমান পাবলিক পরীক্ষার সময় এমন আয়োজন শিক্ষার পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এছাড়া শহরের একমাত্র বিনোদন কেন্দ্র পৌর পার্কে মেলা বসালে শব্দ ও পরিবেশ দূষণের পাশাপাশি জুয়ার আসরেরও আশঙ্কা রয়েছে, যা তরুণ সমাজকে বিপথগামী করতে পারে।
মানববন্ধন শেষে ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে অবিলম্বে এই মেলা বন্ধের দাবি জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।