বাগেরহাটে নাইট শ্যাডো টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাগেরহাট সদরের বারুইপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আয়োজনে বাগদিয়ায় নাইট শ্যাডো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্ট শনিবার (৪ জানুয়ারি) রাতে বাগদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহাগ বাবু এবং সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব। তারা বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারুইপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শোয়াইব ইসলাম রিপন, সাধারণ সম্পাদক গোলাম রসুল শেখ শিমুল, যুগ্ম সম্পাদক মরাদ শেখ, যাত্রাপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাবিল, সাংগঠনিক সম্পাদক ফাহিম আসার নয়ন, খানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৈয়দ রাফি এবং বেলায়াত হোসেন ডিগ্রি কলেজের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইমরান শেখ।
অনুষ্ঠানে নেতাকর্মীদের পাশাপাশি এলাকার ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টটি ছাত্রদলের উদ্যোগে স্থানীয় যুবসমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর একটি সফল প্রয়াস হিসেবে প্রশংসিত হয়েছে।