বাগেরহাটে টেলিটকের বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু, আহত-২
বাগেরহাটে টেলিটক অফিসের বিলবোর্ড লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে তুষার ধুপি বাবু (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুই শ্রমিক। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুষার ধুপি বাবু শহরের রেলরোড এলাকার নির্মল ধুপির ছেলে। আহতরা হলেন একই এলাকার বাসিন্দা লিয়াকত হোসেন (৪০) ও সজিব মৃধা (৩০)। আহতদের দ্রুত উদ্ধার করে বাগেরহাট জেলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান, পুলিশ পরিদর্শক (ওসি) কাজী শহিদুজ্জামান জানান, টেলিটকের বিলবোর্ড লাগানোর সময় পাশে থাকা ৩৩ হাজার কেভি বৈদ্যুতিক লাইনের তারের সংস্পর্শে আসলে তিন শ্রমিক বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুষার ধুপি বাবুকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত অপর দুই শ্রমিক লিয়াকত হোসেন ও সজিব মৃধাকে বাগেরহাট জেলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশ ও স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে।