বাগেরহাটে জিয়া অরফানেজ ট্রাস্ট পুনরায় চালুর দাবিতে মানববন্ধন
বাগেরহাটে জিয়া অরফানেজ ট্রাস্টের অধীনে পরিচালিত ফতেপুর এতিমখানা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের হাত থেকে রক্ষা ও পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয় ফতেপুর এলাকায়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম, সরদার ওহিদুল ইসলাম পল্টু, বিএনপি নেতা শরীফ মোস্তফা জামান লিটু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হিরাক মীনা, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আকরামুজ্জামান রিক্ত, সাধারণ সম্পাদক রানা, হাও. আবু বক্কর সিদ্দিক, শ্রমিক নেতা মোফাজ্জেল হোসেনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে গঠিত একটি জনকল্যাণমূলক সংস্থা। বিএনপি সরকারের সময় (১৯৯১-১৯৯৬) সৌদি আরবের এক দাতার পাঠানো ৪ কোটি ৪৪ লাখ টাকা “প্রধানমন্ত্রীর এতিম তহবিল”-এর মাধ্যমে এ ট্রাস্টে জমা হয়। পরে ১৯৯৩ সালে জিয়াউর রহমানের দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকো এবং তাঁদের ফুপাতো ভাই মমিনুর রহমান ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ গঠন করেন।
প্রথম দিকে ট্রাস্টের অধীনে বগুড়া ও বাগেরহাটে দুটি এতিমখানা ভালোভাবে পরিচালিত হলেও, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রতিষ্ঠানটি অবহেলিত হতে থাকে। বর্তমানে ফতেপুর এতিমখানা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ভবনসমূহ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।
বক্তারা বলেন, “এই প্রতিষ্ঠানটি সংস্কার করে নতুন পরিচালনা পর্ষদ গঠনপূর্বক আবারও চালু করতে হবে, যাতে এতিম ও অসহায় শিক্ষার্থীরা উপকৃত হতে পারে।”