বাগেরহাটে জিপিএ-৫ প্রাপ্তদের শিক্ষা সহায়তা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক কর্মশালা
এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এ জিপিএ-৫ (গোল্ডেন এ+) অর্জনকারী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বাগেরহাটে।
শনিবার (৯ আগস্ট) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে লতিফ মাস্টার ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সরকারের অবসরপ্রাপ্ত সচিব ড. মো. ফরিদুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এ. এফ. নেসার উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মুস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম, সিপিএ রফিকুল ইসলাম জগলু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রাসেল আহম্মেদ এবং বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক বিউটি পারভিন প্রমুখ।
কর্মশালার প্রতিপাদ্য ছিল-উচ্চশিক্ষা গ্রহণে সুনির্দিষ্ট পরিকল্পনা, প্রতিবন্ধকতা মোকাবিলা এবং মেধাবী শিক্ষার্থীদের আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান। বক্তারা বলেন, ভালো ফলাফলই উন্নত শিক্ষার পথে দ্বার উন্মোচন করে, আর উন্নত শিক্ষা অর্জনের মাধ্যমেই বাগেরহাটসহ দেশের উন্নয়নে অবদান রাখা সম্ভব।