বাগেরহাটে খানজাহান আলীর (রহ.) মাজারে তিনদিনব্যাপী ঐতিহ্যবাহী মেলা শুরু
বাগেরহাটে প্রায় ছয়শ বছরের পুরনো ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে শুরু হয়েছে তিনদিনব্যাপী বার্ষিক মেলা। চৈত্র মাসের পূর্ণিমা তিথি উপলক্ষে শুক্রবার (১১ এপ্রিল) থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত।
প্রতি বছর চৈত্রের পূর্ণিমা তিথিতে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মাজারের প্রধান খাদেম ও ষাটগুম্বজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম জানান, “চৌদ্দ শতকে হযরত খানজাহান (রহ.) বাগেরহাটে আগমন করেন। এরপর থেকেই চৈত্রের পূর্ণিমায় তাঁর মাজারে দেশ-বিদেশ থেকে হাজারো ভক্ত-আশেকান সমবেত হন। সেই ধারাবাহিকতায় এবছরও তিনদিনের এই মেলার আয়োজন করা হয়েছে।”
মেলা উপলক্ষে মাদারীপুর, ঝিনাইদহ, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা মাজার এলাকায় জড়ো হয়েছেন। তারা মাজার জিয়ারত, দীঘিতে গোসল, নামাজ, রোজা ও মানত করছেন। অনেকেই বিশ্বাস করেন, এই মাজারে আসলে আল্লাহর দরবারে তাঁদের মনোবাসনা পূরণ হয়।
ভক্তরা বলেন, “হযরত খানজাহান (রহ.)-এর সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে। এই ভালোবাসা থেকেই প্রতিবছর এখানে ছুটে আসি।”
মাজারের প্রধান খাদেম জানান, মেলা উপলক্ষে এখানে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে।