বাগেরহাটে কৃতি শিক্ষার্থীদের মাঝে মাউশি’র পুরস্কার বিতরণ
বাগেরহাট সদর উপজেলা অডিটোরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে ‘পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (PBGS-I)’ এবং ‘সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)’-এর আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা শিক্ষা অফিসার মো. সাদেকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এসএম হিশামুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-৪) মো. ইমরান আলী, বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মোর্শেদ।
অনুষ্ঠানে মোট ৩২ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। উপস্থিত অভিভাবক ও শিক্ষকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান। বক্তারা বলেন, “মেধাবীদের এই সম্মাননা শুধু তাদের উৎসাহিত করবে না, বরং অন্য শিক্ষার্থীদের মাঝেও পড়াশোনায় আগ্রহ সৃষ্টি করবে।”
তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, এসব শিক্ষার্থী ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবে।