বাগেরহাটে আহলে হাদীসের উদ্যোগে কম্বল বিতরণ
বাগেরহাট জেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ও জমঈয়তে শুববানে আহলে হাদীস। তাদের যৌথ উদ্যোগে বাগেরহাট সদর উপজেলার শহরতলীর চরগ্রাম খেয়াঘাট কেন্দ্রীয় হাদীস জামে মসজিদ ঈদগাহ ময়দানে ৪ জানুয়ারি সকালে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমঈয়তে আহলে হাদীসের জেলা সভাপতি সৈয়দ রওনাকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ শেখ, মো. রুস্তম আলী শেখ এবং ফকির আব্দুর রশিদ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জমঈয়তে আহলে হাদীসের জেনারেল সেক্রেটারি মো. আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ মো. ইউসুফ আলী, সদর এলাকার জেনারেল সেক্রেটারি মো. সাখাওয়াতু ইসলাম, সহ-সভাপতি মো. মশিউর রহমান, প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং সদস্য মো. মনজুরুল ইসলাম ও নাশরিফুল ইসলাম।
কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ মো. নজরুল ইসলাম। অনুষ্ঠান শেষে জেলা জমঈয়তে শুববানে আহলে হাদীসের সাধারণ সম্পাদক হাফেজ আল মামুন দোয়া পাঠ করেন।
উদ্যোক্তারা জানান, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে প্রায় শতাধিক কম্বল বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগ এলাকার দরিদ্র জনগোষ্ঠীর শীত নিবারণে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।