বাগেরহাটে আসন সংখ্যা কমানোর প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ
বাগেরহাট জেলার সংসদীয় আসন সংখ্যা ৪টি থেকে কমিয়ে ৩টিতে নামানোর সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা-মংলা ও মাওয়া-খুলনা মহাসড়কের কাটাখালী ও নওয়াপাড়া মোড়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
অবরোধ কর্মসূচিতে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এতে সকাল থেকে মহাসড়কে হাজার হাজার যানবাহন আটকে পড়ে, ফলে যাত্রীদের তীব্র ভোগান্তি দেখা দেয়।
আন্দোলনে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সদস্য কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সর্বদলীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব শেখ মুহাম্মদ ইউনুস, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা জামায়াতের আমির মাও. রেজাউল করিম, নায়েবে আমির এ্যাড. আব্দুল ওয়াদুদ, বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম, ওয়াজিয়ার রহমান, নাসির আহমেদ মালেক, হাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বক্তারা ঘোষণা দেন, আগামী রবিবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাগেরহাট জেলায় হরতাল, মহাসড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালিত হবে। এদিন জেলার সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন কমিশন যদি বাগেরহাটের ৪টি আসন পুনর্বহাল না করে, তবে বাগেরহাট অচল করার মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।