বাগেরহাটে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা
২০২২ সালের ২৩ নভেম্বর, বিএনপি কেন্দ্রীয় নেতাদের ঘোষিত কর্মসূচি পালনের সময় বাগেরহাট পৌরসভার পুরাতন বাজার এলাকায় আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। বিএনপি নেতাদের অভিযোগ, এই হামলার ঘটনায় বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবু বক্কারসহ ৪০ জন নেতাকর্মী আসামী হয়েছেন। মামলাটি শ্রমিকদল নেতা শেখ শওকাত আলী বাদী হয়ে দায়ের করেছেন।
এই ঘটনার সময় জ্বালানী তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি বাগেরহাট পৌরসভার পুরাতন বাজার এলাকায় একটি সমাবেশ আয়োজন করেছিল। সমাবেশে “জয় বাংলা” শ্লোগান দেওয়ার পরই হামলার ঘটনা ঘটে, যেখানে বাগেরহাট জেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা হামলা চালান। হামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম,এ সালাম, শেখ কামরুল ইসলাম গোরা, সৈয়দ নাসির আহমেদ মালেক, সাংবাদিক কামরুজ্জামান শিমুলসহ ৩৫ জন গুরুতর আহত হন।
এছাড়া, বিএনপি নেতাদের মারপিটের পর হামলা চালিয়ে ব্যারিস্টার জাকির হোসেনের বাড়িতে ভাংচুরও করা হয়। মামলার আসামীদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন, ইসলাম নিকারী, খোকন শেখ, লেলিন, জুয়েল খলিফা, সবুজ শেখসহ ৪০ জন। মামলায় আরও ১শ থেকে ১৫০ জন অজ্ঞাত আসামী করা হয়েছে।
দ্রুত বিচার ট্রাইব্যুনাল-এ মামলার শুনানি হবে এবং আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।