বাগেরহাটের রামপালে মৎস্যঘের জবরদখল নিয়ে অভিযোগ
বাগেরহাটের রামপাল উপজেলার কাদিরখোলা এলাকায় একটি মৎস্যঘের জবরদখল করে মাছ চাষের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গাজী শাহনেওয়াজ পিপলু বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে রামপাল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কাদিরখোলা গ্রামের কেরামত আলী তার ৩.৫০ একর জমি চার বছর আগে তিন বছরের জন্য একই গ্রামের মৃত জোমশেদ আলীর ছেলে মো. সাইফুল ইসলামের কাছে ১ লাখ ৮০ হাজার টাকায় মৌখিক চুক্তির ভিত্তিতে লিজ দেন। ২০২৩ সালে লিজের মেয়াদ শেষ হলেও সাইফুল ইসলাম কোনো নতুন চুক্তি ছাড়াই জমিটি দখলে রেখে মাছ চাষ করছেন।
ভুক্তভোগী গাজী শাহনেওয়াজ পিপলু জানান, “লিজ চুক্তির টাকা বাবদ সাইফুল ইসলাম ১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধ করলেও ১০ হাজার টাকা বকেয়া রেখেছেন। এখন তিনি ২০২৪ সালের হারির টাকাও দিতে অস্বীকৃতি জানিয়ে জমি দখলে রেখেছেন। জমি ফেরত চাইলে সাইফুল ইসলাম হুমকি দিয়ে বলেন, ‘জমি ফেরত দেব না, এখানে মাছ চাষ করব। জমির কাছে এলে বা বাড়াবাড়ি করলে জীবনে শেষ করে দেব।’ এ ঘটনায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
অভিযুক্ত সাইফুল ইসলামের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজা বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। উভয়পক্ষকে ডেকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের মতে, এ ধরনের ঘটনা এলাকায় উত্তেজনা সৃষ্টি করতে পারে। বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে পুলিশ ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।