বাগেরহাটের রামপালে মৎসঘের দখল চেষ্টার অভিযোগে ভুক্তভোগী ওমরের সংবাদ সম্মেলন
বাগেরহাটের রামপালে মৎস্য ঘের ফিরে পেতে ভুক্তভোগী ওমর ফারুক নামের এক ব্যক্তি সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় প্রেসক্লাব রামপালের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চাকশ্রী গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে মো. ওমর ফারুক জানান, জেএল-৯৮, খতিয়ান ৩৬১ ও ৮৩২, ৮৩৬, ৮৩৯ সহ অন্যান্য দাগে ও এসএ ৫০ খতিয়ানের জমি তিনি বিগত ১২-১৩ বছর ধরে ভোগদখল করে লিজ নিয়ে মাছ চাষ করছেন। ঘেরের মধ্যে নিজের ৩ একর ২৩ শতাংশ জমি ও বাইরের ৭৭ শতাংশ জমি হারিতে নিয়ে মোট ৪ একর জমি রয়েছে। কিন্তু কয়েকদিন পূর্বে একই গ্রামের মৃত শেখ হোসেন আলীর ছেলে মো. জেহাদুল ইসলাম স্বপন ঘেরটি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে। তিনি অভিযোগ করেন, স্বপন তাকে, তার বোন মিজানুর বেগমসহ তার কাজের লোককে বাঁশের লাঠি দিয়ে মারপিট করেছে। স্বপন তাকে হুমকি দিয়ে বলেছেন, “ঘেরের কাছে এলে তোকে খুন করে ফেলবো।” এতে তারা ভয়ে ভীত হয়ে পড়েন।
অভিযোগের বিষয়ে স্বপনের মুঠোফোনে কথা হলে তিনি জানান, জায়গা নিয়ে শালিশ বৈঠক হয়েছে। নতুন করে পাটোয়ারী সাহেবের ওখানে বসার কথা রয়েছে। তিনি দাবি করেন, ওই জমি তিনি হারি দিয়ে নিয়েছেন।
তবে দলিলে প্রমাণিত হয় প্রকৃতভাবে জমির মালিক ওমর ফারুক। তিনি প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে জমি ফেরতের আকুল আবেদন করেছেন।