বাগেরহাটের রামপালে বিএনপির প্রতিবাদ সমাবেশ
বাগেরহাটের রামপাল উপজেলায় বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১ টায় রামপাল উপজেলা পরিষদ মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে এবং ছাত্র নেতা ইসমাইল মোল্লা খোকনের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশে বক্তারা দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকের বিস্তার, চাঁদাবাজি, দখলবাজি, নৈরাজ্য সৃষ্টি এবং রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম। তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, মানুষের মৌলিক অধিকার সঙ্কুচিত হচ্ছে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এসব অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আব্দুল হালিম খোকন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নিহত আব্দুস ছালাম পাটোয়ারীর স্ত্রী শিলা পারভীন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মল্লিক মিজানুর রহমান মজনুর স্ত্রী জেসমিন আরা রঞ্জু, মরহুম আশফাক হাওলাদারের স্ত্রী সাবেরা জামান, এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বার বার নির্বাচিত চেয়ারম্যান মরহুম খাজা মইন উদ্দিন আক্তারের স্ত্রী চম্পা বেগম প্রমুখ।
সমাবেশে নেতারা ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা বলেন, “দেশের মানুষের মুক্তি এবং স্বাধীনতার জন্য বিএনপি কাজ করছে এবং এ জন্য তারা কোনো ছাড় দিতে প্রস্তুত নয়।”