বাগেরহাটের রামপালে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৩
বাগেরহাটের রামপাল উপজেলার কুমলাই গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন যুবক আহত হয়েছেন। ধারালো অস্ত্রের আঘাতে আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন—উপজেলার কুমলাই গ্রামের মোসলেম সরদারের ছেলে সরদার ডালিম (৪০), সরদার ফেরদৌসের ছেলে সরদার মাসুদ করিম (৩০) এবং অপর পক্ষের ইয়াছিন সরদারের ছেলে মারুফ সরদার (৪০)।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বুধবার (১৯ মার্চ) বেলা ১টার দিকে কুমলাই গ্রামের সরদার বাড়ির চার রাস্তার মোড়ে ইকরাম সরদারের দোকানের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ রয়েছে, ইয়াছিন সরদারের ছেলে মারুফ সরদার ও তার ভাইপো সাব্বির সরদার সরদার ডালিম ও মাসুদ করিমকে ছোরা ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। এসময় উভয়পক্ষের মধ্যে মারামারি হলে তিনজনই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে মারুফ সরদারের ভাই সরদার বাকি বিল্লাহ দাবি করেন, তার ভাই মারুফ মাদক বিক্রি বন্ধ করতে বলায় প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে সংঘর্ষে জড়ায়। অন্যদিকে, আহত ডালিম ও মাসুদ এই অভিযোগ অস্বীকার করে বলেন, বরং মারুফই মাদক সেবন করে এবং তার মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রামপাল থানার ওসি মো. সেলিম রেজা বলেন, “সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”