বাগেরহাটের রাখালগাছিতে কর্মজীবী নারীর উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
বাগেরহাট সদরের রাখালগাছি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সামাজিক উন্নয়নমূলক বেসরকারি সংস্থা ‘কর্মজীবী নারী’-এর উদ্যোগে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় ক্রিশ্চিয়ান এইড-এর সহায়তায় ও কর্মজীবী নারীর বাস্তবায়নে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় “বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নারী শ্রমিকদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, আইনি অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকারের জন্য শোভন কাজ এবং কমিউনিটি স্থিতিস্থাপকতা বৃদ্ধিকরণ” প্রকল্প সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউপি সচিব সরোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সংস্থার প্রকল্প সহায়ক টুম্পা আক্তার মীম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইলিয়াস খান এবং প্রধান বক্তা ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস. এম. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এস. এম. নাজমুছ সাকিব এবং রূপসা সি-ফুড ফ্যাক্টরির এইচআর অ্যাডমিন রাজু বিশ্বাস।
এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ইমাম, পুরোহিত, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের নারী-পুরুষ শ্রমিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও সভায় অংশ নেন। কর্মজীবী নারী’র প্রকল্প কর্মকর্তা শেখ রুবেল আহমেদ, প্রোগ্রাম অর্গানাইজার রাজীব কুমার সাহা ও মোছা. রোমানা আক্তার সহ সংস্থার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ‘কর্মজীবী নারী’ ১৯৯১ সাল থেকে নারীদের মর্যাদা বৃদ্ধি, অধিকার প্রতিষ্ঠা এবং শ্রমজীবী নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে আসছে। এই প্রকল্পের মাধ্যমে দক্ষিণাঞ্চলের নারীদের জন্য সামাজিক নিরাপত্তা ও জলবায়ু সহনশীল কর্মপরিবেশ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।