বাগেরহাটের মোল্লাহাটে আম পাড়তে গিয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে কাজী রাকিবুল ইসলাম (১২) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ওই গ্রামের মহিদুল কাজীর ছেলে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
স্থানীয়রা জানান, রাকিবুল মাহাবুব নামের এক ব্যক্তির আম গাছে আম পাড়তে ওঠে। গাছের মগডালে ওঠার পর একটি ডাল ভেঙে সে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
রাকিবুলের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।