“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকালে মোংলা উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মোংলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী।
এসময় উপস্থিত ছিলেন মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা নারীদের সমান অধিকার ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নারী অধিকার রক্ষা ও নারীর উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তারা।
Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.