বাগেরহাটের বেশরগাতী ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতী লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে ৮ জানুয়ারি বুধবার দিনব্যাপী ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মো. ফরিদুল ইসলাম ও আমেরিকা প্রবাসী সি.পি.এ রফিকুল ইসলাম জগলুর পরিচালনায় এই ক্যাম্পে প্রায় দুই শতাধিক গবাদি পশুকে চিকিৎসা ও ঔষধ সরবরাহ করা হয়।
ক্যাম্পটি ফাউন্ডেশনের পাশে রকেট স্পোর্টিং ক্লাবের মাঠে অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগের প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক ড. লুৎফর রহমান, বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সাহেব আলী, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কুমার দাস গবাদি পশুর চিকিৎসা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কে.এম. বাদোখালি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিফতা উদ্দিন, বাইতুল লতিফ জামে মসজিদের সভাপতি অবঃ ওয়ারেন্ট অফিসার শেখ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক কবির হোসেন, স্বপ্ননীড় বৃদ্ধ নিবাসের সুপার তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম হোসেন, সদস্য রাসেল শেখ, লতিফ মাস্টার ফাউন্ডেশনের লাইব্রেরীর সভাপতি মো. সালমান হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. সুমন হাওলাদার, ছাত্রদল নেতা সাদিক প্রমুখ।
ক্যাম্পে অংশগ্রহণকারীরা উক্ত উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে আরও এমন আয়োজনের আহ্বান জানিয়েছেন।