বাগেরহাটের চুলকাটিতে সৈয়দপুর প্রিমিয়ার লীগের নিলাম অনুষ্ঠিত
বাগেরহাট সদর উপজেলার চুলকাটিতে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে সৈয়দপুর প্রিমিয়ার লীগের (এসপিএল) ৫ম আসরের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) রাত ৮টায় চুলকাটি প্রেসক্লাব চত্বরে ফকির রুহুল আমিনের সভাপতিত্বে এ নিলাম অনুষ্ঠিত হয়। সৈয়দপুর তরুণ সংঘ ও দীপ্তি সংঘের যৌথ আয়োজনে নিলাম কার্যক্রম পরিচালনা করেন শেখ মজনু ও তরিকুল মোল্লা।
নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুলকাটি বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক মল্লিক আমিনুল ইসলাম মুক্ত, সাবেক যুবদল নেতা শেখ মিজানুর রহমান রাজন, মাসুম ফকির, সাবেক ছাত্রনেতা হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোরল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আলী শেখসহ প্রেসক্লাবের সাংবাদিক, খেলোয়াড় এবং ক্রীড়ামোদী দর্শক।
নিলামে সিলভার ক্যাটাগরির খেলোয়াড় ওবায়দুল্লাহকে সর্বোচ্চ দামে সৈয়দপুর স্টার দলে অন্তর্ভুক্ত করে।
সৈয়দপুর প্রিমিয়ার লীগের ৫ম আসরের শুভ উদ্বোধন আগামী ৩১ জানুয়ারি সৈয়দপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে খেলোয়াড়দের দক্ষতা ও ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদী।