বাগেরহাটের কৃতি সন্তান এইচ.এম. বেল্লালকে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য পুরস্কৃত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাগেরহাটের কৃতি সন্তান ও ইয়ন ওভারসীজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচ.এম. বেল্লাল সমাজসেবা ও ব্যবসায়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক লাভ করেছেন।
৭ ফেব্রুয়ারি শুক্রবার রাজধানী ঢাকার বিজয়নগরে অবস্থিত অভিজাত ওয়েট থ্রি স্টার হোটেলে একুশে স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানে এইচ.এম. বেল্লালের হাতে পুরস্কার তুলে দেন সাবেক ধর্ম ও প্রাণিসম্পদ মন্ত্রী এম. নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, নরসিংদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম ফারুক, একুশে স্মৃতি সংসদের সহ-সভাপতি শাহা আমল চুন্নু, এবং ইয়ন ওভারসীজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচ.এম. বেল্লালের ঘনিষ্ঠ বন্ধু ও বাগেরহাট পিসি কলেজের ছাত্র সংসদের সাবেক ছাত্রনেতা তুফান প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একুশে স্মৃতি পরিষদের উপদেষ্টা মমতাজুল করিম।
বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা এইচ.এম. বেল্লাল, বজলুর রহমানের গর্বিত সন্তান। তিনি দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকায় সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনার পাশাপাশি সমাজসেবায় অবদান রেখে চলেছেন।